Blogroll
Saturday, 26 August 2017
Saturday, 17 December 2016
আমরা কিছুদিন ধরে দাওয়াতে ইসলামীর নিকট একটি তিন রঙের পতাকা দেখছি, দুনিয়ায় এতো রঙ এবং এতো ডিজাইন থাকার পরও কেন এই বিশেষ রঙ ও ডিজাইনের এই পতাকাটি? আসুন এর অর্ন্তনিহিত মর্মাথ্য খুঁজে দেখি।
* প্রথমতঃ দাওয়াতে ইসলামীর আমীর শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَـتۡ بَـرَکَـاتُـہُـمُ الۡـعَـالـِیَـہ এর অন্তরে সর্বদা মদীনার ধ্যান চলতে থাকে এবং সর্বদা মদীনা মদীনা করতে থাকেন, দুনিয়ার সবকিছুকে তিনি মদীনার সাথে সম্পর্কিত করতে চান, তাইতো সবকিছুর সাথে তিনি মদীনা শব্দটি জুড়ে দিয়েছেন। যেমন, মাদানী ইনআমাত, মাদানী কাফেলা, মাদানী মারকায, মাদানী চ্যানেল ইত্যাদি ইত্যাদি। এমনকি তিনি কাউকে ডাকার জন্যও মদীনা শব্দটি ব্যবহার করেন যাতে তাঁর নিজের এবং আহবানকারী দুজনেরই মদীনার ধ্যান চলে আসে। আসল কথাই আসি, মুমিন হলো সেই যার অন্তরে যা বাইরেও তা, তাইতো এই মদীনার সবুজ গুম্বদের রঙের সাথে মিল রেখে পতাকার এক বৃহৎ অংশে সবুজ রঙ দিয়েছেন।
*দ্বীতিয়তঃ তিনি বড় পীর গাউসে আযম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জীলানী رَحۡـمَـۃُ اللہِ تَـعَـالٰـی عَـلَـیْـہِ এর অনুসারী এবং তাঁর তরিকতেরই একজন পীর। তাইতো তাঁরই ভালবাসায় তার গুম্বদের নকশা এই মাদানী পতাকায় সংযুক্ত করেছেন।
* তৃতীয়তঃ আমরা অনেকে বলি আমি বা আমরা মসলকে আলা হযরত এর অনুসারী। কিন্তু কতটুকু অনুসরন করি আলা হযরতের দেখানো রীতিকে? আর তিনি (আমীরে আহলে সুন্নাত دَامَـتۡ بَـرَکَـاتُـہُـمُ الۡـعَـالـِیَـہ) আলা হযরত رَحۡـمَـۃُ اللہِ تَـعَـالٰـی عَـلَـیْـہِ এর কথায়, বানীতে, কর্মে অন্ধ অর্থাৎ আলা হযরত, ইমাম আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম শাহ আহমদ রযা খান رَحۡـمَـۃُ اللہِ تَـعَـالٰـی عَـلَـیْـہِ এর প্রতিটি কাজ তিনি চোখ বন্ধ করে অনুসরন করেন, আর শরিয়তের বিভিন্ন মাসআলায় বিভিন্ন ওলামাদের মতানৈক্য রয়েছে, কিন্ত তিনি (আমীরে আহলে সুন্নাত دَامَـتۡ بَـرَکَـاتُـہُـمُ الۡـعَـالـِیَـہ) আলা হযরত رَحۡـمَـۃُ اللہِ تَـعَـالٰـی عَـلَـیْـہِ এর মতকে প্রাধান্য দিয়ে তাঁকেই অনুসরণ করেন। একেই বলে ভালবাসা। তিনি নিজের সন্তানদর ওসীয়ত করে গেছেন যে, তোমরা যতক্ষন আলা হযরত رَحۡـمَـۃُ اللہِ تَـعَـالٰـی عَـلَـیْـہِ কে মানবে ততক্ষন আমার আর তোমরা যেদিন আমার আলা হযরত رَحۡـمَـۃُ اللہِ تَـعَـالٰـی عَـلَـیْـہِ এর মতকে প্রাধান্য দিবে না সেদিন থেকে তোমরা আমার নও। ভালবাসা একেই বলে।আর এমন ভালবাসা আছে বলেই তো মাদানী পতাকায় আলা হযরত رَحۡـمَـۃُ اللہِ تَـعَـالٰـی عَـلَـیْـہِ এর গুম্বদের নকশা অর্ন্তভূক্ত করেছেন। এই তিনটি গুম্বদের নকশা এবং রঙের সমন্বয়ে দাওয়াতে ইসলামী এই পতাকা বানিয়েছে।
এবার বলুন এই পতাকা কি কোন সংগঠনের নিজস্ব হতে পারে? কারো নিজস্ব হতে পারে? কোন বিশেষের হতে পারে? নিঃসন্দেহে এটি সুন্নিয়তের পতাকা!!!
আর দাওয়াতে ইসলামী কোন পীর ভিত্তিক তরিকতের সংগঠন নয়, দাওয়াতে ইসলামী হচ্ছে সুন্নিয়তের সংগঠন।
আসলে এতো কিছু লেখার একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে এই পতাকা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা হয়েছে এবং হচ্ছে তাই আমি এই পতাকার আসল রহস্যটা উম্মোচন করলাম। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন।
* প্রথমতঃ দাওয়াতে ইসলামীর আমীর শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَـتۡ بَـرَکَـاتُـہُـمُ الۡـعَـالـِیَـہ এর অন্তরে সর্বদা মদীনার ধ্যান চলতে থাকে এবং সর্বদা মদীনা মদীনা করতে থাকেন, দুনিয়ার সবকিছুকে তিনি মদীনার সাথে সম্পর্কিত করতে চান, তাইতো সবকিছুর সাথে তিনি মদীনা শব্দটি জুড়ে দিয়েছেন। যেমন, মাদানী ইনআমাত, মাদানী কাফেলা, মাদানী মারকায, মাদানী চ্যানেল ইত্যাদি ইত্যাদি। এমনকি তিনি কাউকে ডাকার জন্যও মদীনা শব্দটি ব্যবহার করেন যাতে তাঁর নিজের এবং আহবানকারী দুজনেরই মদীনার ধ্যান চলে আসে। আসল কথাই আসি, মুমিন হলো সেই যার অন্তরে যা বাইরেও তা, তাইতো এই মদীনার সবুজ গুম্বদের রঙের সাথে মিল রেখে পতাকার এক বৃহৎ অংশে সবুজ রঙ দিয়েছেন।
*দ্বীতিয়তঃ তিনি বড় পীর গাউসে আযম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জীলানী رَحۡـمَـۃُ اللہِ تَـعَـالٰـی عَـلَـیْـہِ এর অনুসারী এবং তাঁর তরিকতেরই একজন পীর। তাইতো তাঁরই ভালবাসায় তার গুম্বদের নকশা এই মাদানী পতাকায় সংযুক্ত করেছেন।
* তৃতীয়তঃ আমরা অনেকে বলি আমি বা আমরা মসলকে আলা হযরত এর অনুসারী। কিন্তু কতটুকু অনুসরন করি আলা হযরতের দেখানো রীতিকে? আর তিনি (আমীরে আহলে সুন্নাত دَامَـتۡ بَـرَکَـاتُـہُـمُ الۡـعَـالـِیَـہ) আলা হযরত رَحۡـمَـۃُ اللہِ تَـعَـالٰـی عَـلَـیْـہِ এর কথায়, বানীতে, কর্মে অন্ধ অর্থাৎ আলা হযরত, ইমাম আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম শাহ আহমদ রযা খান رَحۡـمَـۃُ اللہِ تَـعَـالٰـی عَـلَـیْـہِ এর প্রতিটি কাজ তিনি চোখ বন্ধ করে অনুসরন করেন, আর শরিয়তের বিভিন্ন মাসআলায় বিভিন্ন ওলামাদের মতানৈক্য রয়েছে, কিন্ত তিনি (আমীরে আহলে সুন্নাত دَامَـتۡ بَـرَکَـاتُـہُـمُ الۡـعَـالـِیَـہ) আলা হযরত رَحۡـمَـۃُ اللہِ تَـعَـالٰـی عَـلَـیْـہِ এর মতকে প্রাধান্য দিয়ে তাঁকেই অনুসরণ করেন। একেই বলে ভালবাসা। তিনি নিজের সন্তানদর ওসীয়ত করে গেছেন যে, তোমরা যতক্ষন আলা হযরত رَحۡـمَـۃُ اللہِ تَـعَـالٰـی عَـلَـیْـہِ কে মানবে ততক্ষন আমার আর তোমরা যেদিন আমার আলা হযরত رَحۡـمَـۃُ اللہِ تَـعَـالٰـی عَـلَـیْـہِ এর মতকে প্রাধান্য দিবে না সেদিন থেকে তোমরা আমার নও। ভালবাসা একেই বলে।আর এমন ভালবাসা আছে বলেই তো মাদানী পতাকায় আলা হযরত رَحۡـمَـۃُ اللہِ تَـعَـالٰـی عَـلَـیْـہِ এর গুম্বদের নকশা অর্ন্তভূক্ত করেছেন। এই তিনটি গুম্বদের নকশা এবং রঙের সমন্বয়ে দাওয়াতে ইসলামী এই পতাকা বানিয়েছে।
এবার বলুন এই পতাকা কি কোন সংগঠনের নিজস্ব হতে পারে? কারো নিজস্ব হতে পারে? কোন বিশেষের হতে পারে? নিঃসন্দেহে এটি সুন্নিয়তের পতাকা!!!
আর দাওয়াতে ইসলামী কোন পীর ভিত্তিক তরিকতের সংগঠন নয়, দাওয়াতে ইসলামী হচ্ছে সুন্নিয়তের সংগঠন।
আসলে এতো কিছু লেখার একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে এই পতাকা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা হয়েছে এবং হচ্ছে তাই আমি এই পতাকার আসল রহস্যটা উম্মোচন করলাম। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন।
Saturday, 10 September 2016
Wednesday, 6 July 2016
السلام عليكم ورحمةالله وبركاته
সকল আশেকানে মোস্তফা কে ঈদ মোবারক।
আল্লাহ আপনাকে বরকত দান করুক, আপনার সকল জায়েজ দোয়া আল্লাহ কবুল করুক, আল্লাহ তায়ালা আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করুক, যত দিন বেচে থাকি ততদিন দাওয়াতে ইসলামীর এ মাদানী পরিবেশে বেঁচে থাকার তৌফিক দান করুক। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব সেদিন ঈমানের সাথে ক্ষমার সাথে রমজানের রোজা অবস্থায় মদীনা শরীফে মৃত্যু নছীব করুক।
Thursday, 16 June 2016
Subscribe to:
Comments
(
Atom
)